অন্ধকারের উৎস হতে
এক প্রদীপ ;
নাম সাদা কাগজে নই,
বুকে লিখতে এসেছিল....
কিন্তু কই সে ?
কোথায় গেল ?
গভীর অরণ্য তাকে গ্রাস করল,
না সুতোর কাপড়ে মোড়া পশুতে ?
হতে পারে,সে কোন সমুদ্রে ডুবে গেছে
বা হয়তো, ক্ষমতাশালী হাঙর
তাকে খেয়েছে
কিন্তু এ কী......জল কেন ?
গন্ধটা চেনা চেনা লাগছে....
ও এ যে ভেজা মাটির গন্ধ।
তবে সেখানে ভিড় কেন ?
বুঝেছি ,সমাজ সার্কাস বসেছে....
তারপরই হঠাৎ,দুম দুম দুম....
নিম্ন হতে উর্দ্ধে বর্ষণ,এক সুরে
তিন রঙা চাদর দিয়ে,
তার শীতলতা দূর করছে;
কিন্তু অবুঝেরা বোঝেনা
কৃত্রিমতায় লুপ্ত নিঃশ্বাস,
আর ফিরবে না ।
নির্মম জগতের গন্ধ,
তুলোতে বাধা প্রাপ্ত ।
আর চোখের দেখা শেষ ছবি ,
তাকে অন্ধ করে দিয়েছে চিরতরে... ।
দুধের বোতল পাল্টাতেই
আবার ঘুম....নিশ্চিন্ত ঘুম ।
গর্বের বাতাসে শব্দের ঢেউ;
বলছে ,"শহীদ......শহীদ.....সে আজ শহীদ "
চোখের জল কারোর বাবার জন্য,
কারোর বা স্বামী অথবা
ছেলের জন্য ঝরে পড়ল.....
কয়েকশো বলিদান তবুও
পৃথিবীটা একইভাবে ঘুরছে.....