ধুলোর কুমীর কয়েক,
পশুর চোখ....
বোতামহীন ধূসর জামা,
এক রঙা সব...
এক পেটে নয়কো,
তবু যমজ...
নীল ছাউনির ঘর,
দৃশ্য দেওয়াল...
আদিম মালুই পাত্রে,
একমুঠোর মূল্য...
চাল পেষানোর দাঁত,
নরম অদেখা...
চোখের অচেনা হয়েছে,
চোখের জল...
আজ সেকালের গায়ক,
নির্বাক শ্রোতা..
পশুর ছাল নেই তো,
তবু পশুর মতই .....
অভিশপ্ত নিঃশ্বাস যে,
ভাগ্য পোড়ায়....
অপ্রয়োজনের সজীব বস্তু,
তবে জন্মায় কেন??