কল্পনায় ছুঁয়েছিলাম  তোমায়,
পাওনি দেখতে আমায় ...
তবে উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ,
বুঝেছিল কালো ঢেউ ...
গোপনীয়তায় লুপ্ত ভাষা,
তোমাকে দিয়েছিলাম...
কিন্তু ভিজে তুলোর ভার,
বাতাস বোঝেনি....
চোখের পাতার মিলনে,
তুমি বাধা দিয়েছিলে....
তাই খোলা চোখে দেখেছিলাম,
তোমার মেঘ ঘেরা চোখ....
তোমার উড়ন্ত ওড়নার মন,
চেয়েছিল আমার হাত....
আসতে দেয়নি আমার কাছে,
সেই বিরহের বাতাস....
চুড়ির ঝন ঝন শব্দ বলেছিল,
তোমার না বলা কথা....
হয়তো তোমার মনের অজান্তেই ,
কিন্তু এক পাগল বুঝেছিল....
জানো,সেদিনের বসন্ত আজও আছে,
মনের কাপড়ে মোড়া....
আজও বসন্ত ছুটে চলে গান নিয়ে,
তবে,এদিন আর সেদিন হয়নি.....