রুদ্র চক্ষু লাল কর্ণ,
ঝলসানো শান্তি..
পিচ্ছিল স্থিরতায়,
অদৃশ্য ক্লান্তি...
ক্ষোভের ক্ষুদ্র ফুলকি,
জ্বালায় সাধু মুনি....
সাধের নেশায় তাই,
কৌশল বোনাবুনি....
প্লাবিত চোখের প্রকাশ,
শান্তি এনে দেয়....
লালাভ চোখ যে,
হাজার প্রাণ নেয়..
কঠিনতর ইস্পাত ও
মাথা নামায়....
তবে সুতো ভরা মোম,
গলে না তো হায়....
জমে কেন মিথ্যা ক্ষোভ,
বর্ষিয়ে দাও....
মুহূর্তের অপেক্ষায় দেখ,
গ্রীষ্ম উধাও....