ইচ্ছা শুরুতেই অগ্নিদগ্ধ হল;
একটা ভুল মুহূর্তের কোপে...
সব শেষ.....
কেউ দেখেনি...
তবে দেখলেই বা কী হত....
দেওয়াল দেখে- শোনে তবু কথা বলে না....
লাল মারুতি গাড়ি,
তিনটে ভাদ্রের কুকুর....আর
ঘাড়ে বুকে পিঠে কয়েকটা দাগের
বোঝা....
রাস্তার ধারে পড়ে রইলাম,
একটা দিন একটা রাত।
বোকার মত....বিচার পাওয়ার আশায়...
কিন্তু  কেউ আসেনি....
বিচারের অভাবে মারা গেল মন,
তবু শরীর মরেনি....
সমাজ রাস্তা বলে দিল....
বাঁচলাম যেমন বাঁচে, মানহীন
মনহীন মানুষেরা....
ভাড়া বাড়ির মতই ভাড়া খাটালাম..
রোজ রোজ অচেনা আসে বটে,
কিন্তু ধীরে ধীরে চেনা হয়ে যায়....
এক কষ্ট হাজার হাজার কষ্ট কে
খেয়ে ফেলে....
আর শব্দ করেনি মুখ আর কাঁদেনি চোখ....
আসেনি কোন মিথ্যা আশা...
শুধু এসেছে পাপের টাকা ।
যেখানে নারীর সম্মানের চেয়ে শরীর বড়
আর সম্পর্কের চেয়ে সম্মান,
সেখানে কোনো কাজ পাপ নয়.....
আর সব উপার্জন সঠিক....