চেনা মুখের,অচেনা আদল
করেছে আমার,মনের বদল
কে আমি ? নিষ্পাপ না নির্দয়
পরিপূর্ণ না,ঋণাত্মক বিজয়
স্বপ্ন না,কলঙ্কের দুঃস্বপ্ন
রাজা না,ধূলিমাখা নগ্ন
বুঝিনা,আমার আমিকে
চিনিনা,লুকানো পড়শীকে
চেতন অবচেতনের,খেলায়
ভালো আমিকে,পূর্ণ বিষায়
খুঁজেছি আমি,চারিদিকে
অস্তিত্ব তার,পূর্ণ ফাঁকে
হাসায় কাঁদায়,কী করে সে?
পতনের গীত,আমার নিঃশ্বাসে
ক্ষত শূন্য তবুও,খাদ অসীম
ডুবেছি আমি,পূব হতে পশ্চিম
ক্লান্ত আমি,অদৃশ্যের সন্ধানে
নেই শান্তি,বিধির বিধানে
ক্ষুদ্রতার শেষ,আমার নজরে
বিষের অধিক,বিষাক্ত অন্তরে
মনের রাহুর গ্রাসে,সুন্দর মন
পরের শাপে,পাপের জীবন
নিরক্ষর আমি,আমার মনের
বোঝা আমি,সুখের ঋণের
শক্তি ভিখারী,তোমাকে চেনার
শেষ ইচ্ছে,তোমাকে দেখার
ইচ্ছে যে,সময়ের কৃতদাস
মূর্খ মনের,সব অবিশ্বাস
বন্দী মন,ফন্দি আঁটে
মৃত্যু লেখে,আমার ললাটে
চেনা অচেনার,মাঝখানেতে
জীবন আমার,স্যাঁতসেঁতে....