হাতের গন্ডি যাক না মুছে
কাপড়ে কপাল,মোড়া থাক
চেয়ে দেখ,মুহূর্তের চলন গমন
মিছে ভাবো,কালকের দুনিয়া
দিনের অমূল্য,চব্বিশটা ঘন্টা
ঢিপ ঢিপ করে ওঠা,সেকেন্ড
ফাঁপা হাড়ে,ভাসান আকাশে
কখনও বুঝে নাও,জলদস্যু
কান পাতো,আপন বক্ষমাঝে
হবে ইচ্ছে,পূর্ণিমার চাঁদ যেমন
মনের ইচ্ছের,দাবদাহের শিকারে
পুড়ে ছাই হোক,তুচ্ছ মৃত্যুভীতি
জীবিতের অন্তিম শ্বাসও,বলুক
   "আবার আসবো ফিরে"....