বিশ্বাসে ভাসতে গিয়ে পাথর দাঁড়ালো
খুশী মাখা স্বপ্ন গুলো,ঝাপসা করে দিল
আশায় আঘাত করে,কেন হতাশা ??
আশার আশায় ডুবে গিয়ে, হেরেছে প্রত্যাশা
নোনা জল বয়ে আসে,চোখের কুঁড়ে ঘরে
কালকের হাসি,কারোর শোকে ডুবে মরে
'বন্ধু' শব্দে বুকে নিয়ে,এক হয়েছিলাম
মনের ঘরে রাখব বলে,কথা দিয়েছিলাম
জীবন নদীর যাত্রী তুমি,আমি কান্ডারী
তোমার স্মৃতি আগলানোর,রাতের প্রহরী
এত স্বপ্নের অট্টালিকা,শুধু তোমাকে নিয়ে
গুঁড়িয়ে দিলে সবকিছুই ,তোমার স্বার্থ দিয়ে
আজ আর কিছু চাই না,কারোর কাছে থেকে
শুধু আজ কাঁদতে চাই,বুকে বুক রেখে
বন্ধু আর বন্ধু নেইগো,সে কেবল শাস্তি
আঘাতে আঘাতে ঘটেছে,চ্যুতির প্রশস্তি