এক থোকা ফুলের মাঝে আমি
খুব খুশী......খুব ...  
তারাও বাড়ে,আমিও বাড়ি ।
গোবর ভারে হোঁচট খেতেই,
সঙ্গীহীন.....
এক চুল হতে মাইল,
আর মাইল হতে আলোকবর্ষ....
সাদা দাঁত ঠোঁটে চাপা পড়ে গেল,
চোখে প্রতীক্ষার রেখা......
কর্ণকুহরে সাফল্যের বাণী;
সেকালের কুঁড়ি আজ বিস্ফারিত ফুল....
ক্ষণিকের হাসি আর অসীম চুপ..
আবছা স্মৃতির বাহক আজ,
কবরস্থ হতে চলেছে
তবে....তা কারো কানে পৌঁছায় নি..
শুধু গোপন থেকে গেছে.....
সেই কুঁড়ি যে ছড়াতে শেখেনি,
কিন্তু বাঁচতে শিখেছে আর
সেই অভাগা,যে হারতে শেখেনি,
কিন্তু অনেক কিছুই হারিয়েছে.....।।।।