দৌড়াও ! দৌড়াও ! ওই যে সীমারেখা...
সফলতার রেখা, বাঁচার রেখা ।
চোখ মুখ ধুয়ে যাক,পুড়ে যাক
ঠোঁট ছোঁক মাটি;
এগিয়ে চল...একটাই পথ,পাশে গিরিখাত ।
ছুটে চলেছে নবীন হতে প্রবীণ,
মূর্খ হতে আড়ষ্ট....
বিশ্রাম  হীন স্বপ্নের লক্ষ্যে,
মনের মোহে অন্ধ হয়ে ;
কর্ণে শোন বাস্তব......
পাওয়া না পাওয়ার  দ্বন্দ্ব ভুলে,
দৌড়াও ! দৌড়াও !
প্রতিযোগিতার যোগ্যতা বিহীন পরীক্ষাতে,
উত্তীর্ণ হতেই হবে....
পিছলালেই পিষে যাবে,ঘোড়ার পায়ে ।
পরে রবে অন্ধকারে..যুগ যুগ...
কেউ তুলবে না,কেউ চিনবে না
আর কেউ বুঝবে না......