হীরের টুকরো,স্বপরিচয়ে ভাসে
মুহূর্তের গভীরে,প্রেমিকের নিঃশ্বাসে
আমিও চেনায়,অচেনা মনের প্রেম
চোখ ধাঁধানো,রঙিন কাঁচের ফ্রেম
ভালো লাগার শীর্ষ হাতরে,চেয়ে দেখ
তুমি আমি দুই মেরু,হয়েছি সমরেখ
প্রত্যেক দৃষ্টিতে,আশ্চর্য্য লাগবে ঊর্মি
আয়নার চেয়েও স্বচ্ছ,তোমার প্রতিচ্ছবি
ফর্সা গালের বাসিন্দা,কালো তিলটা
বৃদ্ধি ঘটায়,মুচকি হাসির বিশুদ্ধতা
ঠোঁট চোখের আলিঙ্গনেই,স্থির
পরিণামের পূর্বেই,সময় অস্থির
সাতটা জনম ছোট্ট,এক মুহূর্তে
জেগে পূর্ণিমার তুমি,রাত্রি নিশীথে...