যোগ্য প্রতিযোগীর যোগ্যতা,নেই আমার
স্বপ্নেও আসেনি,জয়ীর সিংহাসন পাওয়ার
ঊর্ধ্বে বিরাজমান তুমি,মেঘের নিকট
আজ তুমি রচেছো,নতুন প্রেক্ষাপট
চিরাচরিত সত্যের আরালে,সূর্য তুমি
বিক্ষিপ্ত মালভূমি আজ,সমতলভূমি
মুখোশে সুন্দর আমি,তুমি মনের আলোকে
তাইতো তুমি ছেয়েছো,সব প্রতিফলকে
শুন্যের মতোই শুন্য আমি,কিছুই বাকি নেই
রূপকথার রাজা ফিরল,শুষ্ক মরুভূমিতেই
পতন হল দ্রুততর,পত্তনের সর্বাধিক
অল্প ব্যথা জ্বলছে বুকে,করছে ধিক ধিক
খুশি মুড়েছে স্বপ্ন,নীল নদীর তীরে
গড়ছে কোনো নতুন রূপ,বাড়ছে ধীরে ধীরে...