রক্ত দিয়ে লিখতে বড়ো ইচ্ছে করে রোজ...
লিখতে পারি আমরা সবাই, তবে রক্ত কোথায়?
মুখের যেমন জোর,শব্দের তেমন আঘাত...
চেহারাও যে আপেক্ষিক,সব তাল পাতার সেপাই।
কিসের লড়াই,কিসের বিরোধ আমরা তো স্বাধীন!!
প্রয়োজন নেই,প্রয়োজন নেই এই বেশ তো আছি।
কষ্ট করে সামনে দাঁড়িয়ে,কষ্ট পেতে কে চায়?
মরছে সব,মারছে সব মরুক আরও দু চার...
ছিঁড়ে খাক শরীরটাকে,নষ্ট হোক মনের ঘর।
কিবা আসে আমার তাতে,নিজের তো কেউ নই...
চিল শকুনের আখরা এসব, মানুষ তো কেউ নেই।
সেদিন রক্ত লাল কার্তুজ,জাত ছিল না মিশে;
এক রাজা পা বাড়ালে,ভিড় জমায়েত দেশে।
এখন বড় মানুষ অভাব,প্রয়োজনে মানুষ সাজে
এখন আর ভাই ডাকে,সাড়া পাবে না যে।।