তোর চিঠির উত্তরটা পেয়েছি,
তবে সেদিন ছিল না ..
তুই হয়তো বিনা উত্তরে,
ধস নামিয়েছিলি ...
দোষটা দুজনেরই অভিধানে,
স্পষ্ট ছিল না...
বিশ্বাসের চূর্ণ কাঁচটা,
হাতে নিয়ে দেখবি প্লিজ ...
তাহলে একটিবার তোর সামনে,
অনুভূতিতে দাঁড়াবো ...
আজ তোর প্রশ্নটার স্বচ্ছতা,
হীরের গলনাঙ্কের সমান ..
তাই চোরাবালিতে আমার আড্ডা,
প্রতি সেকেন্ডে ডুবছি ...
চোখের সমুদ্রটার জল কমে,
ছোট্ট ডোবা আজ ...
ভাগ্যের  পঞ্জিকাতে আমি,
শেষ সুযোগ লিখতে চাই ....
হয়তো পাগলের প্রলাপ সব,
তবে অর্থের প্রাণ আছে ..
শেষবার কি কোনো অভাগার কথা,
কেউ চোখ বুজে শুনবে ...?
আসবে কি আবার স্বপ্নের ফানুসে,
প্রেম রং লাগাতে ...
আরও একবার কি সে বলবে,
"এই শোন না প্লিজ"...