শীতঘুমটার জন্যই যেন শীতকাল;
তবে অনু পরমাণুতে আছে কাতরতা।
কখনো লেপের বুক চিরে চোখে ঠেকেনি;
কুয়াশার বাহানা নয় তবে আভিজাত্য।
ঘুমটা যদি ভাগিয়ে যেত দূর দূরান্তে;
তবে পাঁচ মিনিটের ঘুম সুখ সাগর হত।
রাস্তার ধারে আড্ডার মধ্যিখানে;
সুকান্ত হয়ে বসে থেকো একটিবার।
যদি প্রখর রৌদ্রেও ঝাপসা দেখো ;
জানবে কবরে মানুষ বেঁচে আছে।
একাত্ম অনুভব দীর্ঘস্থায়ী হলে;
দেখবে অদ্ভুত ভালোলাগার বিরলতা।
এবার হাত বারানোর ইচ্ছাটা অনিয়ন্ত্রিত;
এবার মানুষটা বুঝবে মনুষ্যত্বের স্বাদ।