এই ছেলেটা মুখপোরাটা,কি নাম তোর বল?
ভিকিরি বলে ডাকে,নামটা তো অচল...
এখানে তো দেখিনি,কোথাই তোর বাড়ি?
ওই যেখানে জেগে ওঠে, হাজার বিমারি....
চোখের পাতা এত কেন,করছে মেলামেশা?
খাবার খোঁজা যার পেশা,তারই তো নেশা...
পচা ডিমের গন্ধ কেন, তোর শরীরে?
ডাস্টবিনের বাসি খাবার,প্রতি আহারে....
আপন তোর কে আছে,এই পৃথিবীতে?
চোখ নামালে মিলবে সব,অজস্র সিঁড়িতে..
জানিস আজকেই পালিত,তোদের শিশু দিবস?
সেটা শুধু মুখরোচক,কর্মটা অলস..
খুশির দিনে বলিস,কেন এমন কথা?
আগের দিনেও শিশুই ছিলাম,ঠুকেছিলাম মাথা..
চলি এবার যেতে হবে,পরে হবে দেখা..
উত্তর গুলো হারিয়ে যায়,হারায় শত লেখা...