হাতে মাস তিনেক,খুব বেশি;
দৃষ্টিকোণ পাল্টেছে যেন...
পূর্ণ সংখ্যার মাঝের ব্যবধান,
অনির্ণেয় দশমিক স্থান।
এই অসংগত হার মানায়,
চেনা অসংগত সংখ্যাকে।
বার্ধক্যের কষ্ট অধিক লাগে,
যৌবনে তাই আলিঙ্গন।
এই সৌভাগ্য কজনের ....
ঘড়ি এখন খুব কাছের,
সেকেন্ডে গদ্য পড়া যায়।
তাই সম্পর্ক গড়ে নিমেষে,
শেষ কোথাও শোনা নেই।
বাকি দের দিন পেরোয়,
সামান্য পলকের ব্যবধানে।
হিসেবের ভিড়ে সম্পর্কটাও,
চোখ বুজে ঘুমায়।
এটা কোনো নতুন ঘটনা নয়,
বা কোনো অস্বাভাবিক নয়...
রাতে খেয়াল রেখো আকাশে,
হঠাৎ উল্কাপাত হয়েই যায়...