কোঁকড়ানো চুল কুঁকড়েছে,ঘরের চতুষ্কোণে;
রক্ত পায়ের ছাপ ধুয়েছে,নয়নের শ্রাবণে

বাঘিনীর মত আঁচড় কাটা,নরম সে শরীর;
বিষাক্ত কারোর নখ করেছে,অনাদর গভীর।
কামের নজরে বন্দি থেকেছে,বুকে রাখা ওড়না;
তোমার ঘরেও হতে পারে,আব্রুহীন বিছানা

কতবার কেউ বলবে,এটা ভুল এটা খারাপ;
ক্লান্ত হয় ঠোঁট তবু,পিয়াস ভুলেছে অভিশাপ।
পাশে থাকার হাত,আজ বুকের পাঁজরে
তুমি পুরুষ সে নারী,তাই কি সে আসরে?
লিঙ্গ যদি মান ভাগায়,মন তবে কোথায় রাখা;
মন যদি নাইবা পাও,মান হুষ মিছে মাখা।