গোধূলি তোমার রূপকথার শহর
বাসের বদলে ঢেউ উপছে পড়ে
মন প্রাণ অতলে ভাসিয়েছিল পলকে
স্রোতের প্রতিকূলতা বাঁচিয়ে কেবল রাখে
ব্যর্থ হয়েই লেখা চিন্তার পাণ্ডুলিপি
মন মালিন্যের মন গড়া রাজপথ
ট্রেনের সাইরেন অবচেতনেও নিষিদ্ধ
ব্যস্ততার সমাজ পলকেও ঠেকে না
সব অপূর্ণ ইচ্ছায় অগুণিত কথা লেখা
উদ্দেশ্য পৌঁছানো আবেগের কালি
কাঁচের বোতলে আশার প্রদীপ ভাসানো
রোজ সেই চেনা সময় অচেনা ঢেউয়ে
জানে পৌঁছাবে একদিন অবাক হাতে
উত্তর নিশ্চিন্তে ফিরে আসবে এপারে
ডাকবাক্স লাগবে না ঠিকানা এমন
অভাগা সরণি,৮৭৬০ ঘণ্টা....