ভালোলাগার ব্যাপারটা,আবদ্ধই থাক।
ভাবনাগুলোয় বসে,বৃষ্টি রোদ পাক।।
উড়ুক মনের আকাশে,ইচ্ছে অনুযায়ী।
না পৌঁছাক লাটায়ের,ঘুড়ি পরিযায়ী।।
প্রবাদ বলে মনের,ভার হালকা করো।
চেষ্টা করে,বলে ফেলো যতটা পারো।।
যেই বলা অমনি,শরীরে নোংরা ধূলো।
সুতোর টানে নাচবে,তোমার ভাবনাগুলো।।
সমাজটা যেন,আজব অদ্ভুতের বিপ্লব।
তখনই গায় মন ভরে,তখনই যে নীরব।।
মুখের কথা অচল পয়সা,মিল রীতিমত।
সুযোগ পেলেই উল্টে যায়,কথা নির্গত।।
জানি এটাই স্বভাব,দোষটা থাকুক বাকি।
বসন্ত যখন ঘরে,বাইরে তাকিয়ে লাভ কি।।