মুহূর্তের স্তর উষ্ণ মরুভূমি,
ছিটেফোঁটায় ভিজেছি আমি ।
ক্যাকটাস বিছানো অচেনা পথ,
মিলনের মিথ্যা মনগড়া শপথ...
জোঁক হয়ে শুষেছে প্রেম রস;
মনে সুখ নেই,কারণ সে অলস।
প্রশ্নহীন সজ্ঞানে,হেঁটে চলেছি;
শান্তনার ভঙ্গিতে,মন তোলেছি...
কাঁটা তারে বদ্ধ,পাগলে আজ;
প্রেমের চুপিসারে ঘৃণা বিরাজ...
কাপুরুষের মুখোশে আঘাত,
মৃদু আনন্দের,সম্বলটুকু নিপাত।
টুক টাক মরণের,দিন হল শেষ
স্তব্ধতায় লেগেছে,একাকীত্বের আবেশ.....