আমার টিনের চালে বাসা বেঁধেই যে পাখিটা উড়ে গিয়েছিলো
আজ বিকেলে সে আবার ফিরে এসেছে।
সমুদ্রতীরে ফিরে এসেছে এক অদুরবর্তী ঘুর্ণিঝর,
ক্ষরার বুকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টিরা ফিরে এসেছে
ফিরে এসেছে কৃষকের হাসি, ফসলে ভরেছে তেপান্তর..
ঢাকার রাস্তায় গ্রীষ্মকাল ফিরে এসেছে,
ফিরে এসেছে হলুদ রঙের রোদ,
তুমিই কেবল আসোনি,
তাই আমার কবিতায় কি নিদারুন নিঃসংগতা!  
কি অসীম একাকীত্ব বোধ!
আমার দিকে তাকিয়ে দীর্ঘদিন; মিষ্টি করে হাসোনি,
যীশুখৃষ্টও ফিরে এলেন পৃথিবীতে,
প্রিয়তম,
-তুমিই কেবল আসোনি!