চাঁদের আলো কখনো হয় কালো।
কখনো হয় নীলচে, কখনো লালচে।
হলদেও হয় কখনো কখনো।


এই এক চাঁদের কতো নাম-
কখনো কালো, কখনো লাল,
কখনো বা নীল।


তবে এসব নামে, চাঁদের আলো
কখনোই বদলায় না তার রং।
তবে লালে বদলায়, টক টকে
লাল রং দেখায় চাঁদের আলো।


কবে আসে এই লাল চাঁদ?
যবে চন্দ্রগ্রহণ, চাঁদ ঢাকে পৃথিবীর ছায়ায়,
তবে কিছু সূর্যের আলো ঠিক পৌঁছায় চন্দ্র পৃষ্ঠে।


চাঁদের নাই নিজস্ব কোন আলো,
সূর্যের আলোয় সে আলোকিত।
অমাবস্যায় সে অন্ধকার কালো।