বাংলা, সেতো বিজ্ঞানের ই মত!
মাতৃভাষা; তাইতো ব্যাকরণে জোর নাই।


বাংলা ভাষার কত রূপ;
কত ব্যাকরণের প্রয়োজন!


এসএসসি পরীক্ষা সামনে,
ব্যাকরণের অ-আ-ক-খ কিছুই হয়নি শেষ!


সেরা শিক্ষকের তালিকায় বরাবরই স্যারের নাম;
তিন মাসে ব্যাকরণের সব পাঠ শেষ!


সাক্ষাতেই স্যারের জিজ্ঞাসা
কেন লিখছি না কবিতা আর?


শিক্ষাজীবন শেষে বৈবাহিক জীবনে,
ব্যবসা-বাণিজ্য অফিস আদালত শেষে,
কবিতা লিখা হয়ে ওঠে না আর।


যত কবিতা লিখেছি প্রকাশ করার চেষ্টায় আছি।
বইয়ের নাম কি দেয়া যায় সেই চিন্তায় ডুবে থাকি।


অর্থকরী আসলে হাতে প্রকাশ করব;
প্রথম কবিতার বই আমার।


প্রার্থনার আহ্বান স্যার,
যেন পাই কবির সম্মান।