অভিযোগটা প্রায়ই করো,
আমি নাকি তোমায়,
খুব গভীরে নিয়ে যাই।


তোমার অভিযোগে হেসে বলি আমি,
কেন সেদিন বাধা দিলে না তুমি?


তোমায় বুকে জড়িয়ে রেখে,
হাতটি এত শক্ত করে ধরে,
গভীরেতে গেলাম যখন।
তুমিতো একবারও আমায়,
বাধা দিয়ে কিছু বললে না।


অনুভূতির সাগরে ভেসে,
বন্ধ ঘরেতে বন্ধনেতে বেধে,
অশ্লীলতায় মেতে উঠি যখন,
তখনতো কিছুই বললে না।


আজ হঠাৎ এত দূরে তুমি,
আর বলছো ঘুনাহ্ করেছি আমি।
সেদিন তুমি বাধা দিলে না কেন?


আজ যখন তুমি অভিযোগটি করো,
আমি একা একাই কিছুক্ষন হাসি,
তারপর মনে মনে বলি,
তুমি আর আমার নও।


সেদিন যা হয়েছিল গভীরে,
শুধু আমি না, তুমিও ছিলে।


ভালো থেকো তুমি,
তোমার সমাজ নিয়ে।
ভালোই আছি আমি,
আমার নষ্ট জীবন নিয়ে।