তুমি হলে চন্দ্রিমা-
                 হবো আমি সূর্য্য,
শক্তি বিলিয়ে দেব-
                 রূপে রণতূর্য্য।


তব মাধূর্য্যে শীর্ণ-
                 হয় জীবকুল,
জীবকে জীবন্ত করা-
                 সে কি মোর ভুল?


বহুরূপী তুমি-
                 দেখা দাও  নানাবেশে,
তোমার স্বরূপ দেখে-
                 কুটি কুটি হই হেসে।


রূপের বড়াই করে-
                 বাড়াতে চাও মান?
তোমার সৌন্দর্য্য যত-
                 আমারি তা দান।।