সকালের শুভ বার্তাগুলো
তোর আঙুল ছুঁয়ে
আমার দৃষ্টির সীমানায় আসতে না আসতেই
হাওয়ায় মিলায়...
এই হারিয়ে যাওয়ার, মিলিয়ে যাওয়ার স্বভাব
তোকে বিশেষ করেছে,
অশেষ হয়ে মিশে আছিস আমার নিশ্বাসের সাথে-
আমি কি করে বাঁচবো?  


জীবনের বাসন্তি পূর্ণতার অপেক্ষায়
কেটে গেল বত্রিশ বসন্ত
কি করে অপেক্ষাগুলো মধূময় হয়ে উঠে?  
বাসন্তী পূর্ণতায় তোর আজন্ম পরিচয়
তুই থাক চিরবসন্তের ফাগুনে-
আমি দাবদাহে জ্বলে যাই
পুড়ে ছাই হই আগুনে...  
তবুও দ্বীপ জ্বেলে শেষ রাত্রির প্রতীক্ষাটুকু
কবিতার মতই সুন্দর হয়
শুধু আমি থেকে যাই কবিতার আড়ালে
আর তুই আমার কবি...
তোর স্বভাব আপনি হারালে
আবার প্রকট হবি...?


বিভ্রান্তির বেড়াজালে নিজেকে জড়িয়ে
পুতুল খেলায় মায়া ছড়িয়ে
রৌদ্রজ্জল দূপুর কিংবা অবসরে
আমার অবয়ব ফিরে আসবে কি..?
তখনও বিদায়ের বার্তাগুলো শুভরাত্রি হয়ে
আবার শুরুতে পৌছুবে কি?