ঘুম নেই, তাই বেঁচে থাকা
নতুন ভোরের অপেক্ষায়...।
রাত্রির দাফন শেষে
শুভ্রবসনে নিজেকে জড়িয়ে
ভিখিরির মতো করে দাড়াবো একদিন...
তোমার আঙিনায়।
পাথরের মতো কঠিন তুমিও
ফেরাবে না জানি
ফেরানো যাবে না আমাকেও-
তবুও দুহাত তুলে
আমার স্বপ্নকে আশির্বাদ করবে
এটাও জানি...।
শুধু জানবে না কেউ
আমার স্বপ্নে তুমিও ছিলে
দূঃসময়ে রোদ্দুর হয়ে।
আমিও ভিখিরি ছিলাম
একটা কবিতার-
একটা গোলাপের-
একটা পরিপূর্ন অন্ধকারের...
যা শুধু তুমিই পারো দিতে।