আমি ভয় পাইনা ,
আমি ভয় পাইনা থেমে যেতে।
বিদ্রোহের মশাল জ্বালাতে, অস্ত্র তৈরির বারূদ খুঁজতে
কখনো কখনো  থামতে হয় ।


আমি ভয় পাইনা
সিগন্যালে দাঁড়িয়ে থাকা শীর্ণ শিশুটির হাতে সস্তার সহানুভূতি তুলে দিতে ,
মৃত্যুর মিছিলে প্রিয়জনের মুখ খুঁজে নিতে।


চেনা বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস করতে,
কিংবা অচেনা মানুষের চোখে চোখ রাখতে
আমি ভয় পাইনা ।


আমি ভয় পাইনা
স্তব্ধ  অত্যাচারের  বিরুদ্ধে প্রতিবাদের চিৎকার জুড়তে ।


প্রতিনিয়ত প্রতিবাদের জমায়েতে সামিল হতে  
আমি ভয় পাইনা ।


আমি ভয় পাইনা
পুরোনো গলির মোড়ে আবার  ফিরে যেতে
কিংবা নিজের কাপুরুষতাকে সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলতে।


আমি আজ প্রতিবাদের প্রতিজ্ঞা নিতে ভয় পাইনা ,
আমি আজ বাঁচতে ভয়  পাইনা ।