কবি আমাকে যেতে বলেছিলেন,
আমি যাইনি।
কবি আমাকে ভুলে  যেতে বলেছিলেন,
আমি তাও করিনি ।
কবির কথায় আমি আমার প্রতিস্পর্ধী প্রেম কে ও আড়াল করতে পারিনি।
আদ্দিকালের অনুভূতি গুলো কে অবহেলা করতে পারিনি।
কবির কথা অমান্য করে
অনভস্ত‍্য শহীদদের মিছিলে হেঁটেছি
উঁচু ছাদের কার্নিশে পা ছুলিয়ে বসেছি
আর রাত জেগে কবিতাও লিখেছি।
সবশেষে কবি হাসতে বলেছিলেন ,
আমি হাসতে পারিনি , আমি ভালো হতে পারিনি।।