যেসব কবিতা সীমান্ত পেরোতে পারেনা
সেগুলো কবিতা না।
যেসব কবির চিন্তা ভাবনা, আবেগ, ভালোবাসা সীমানা পেরোতে পারেনা
তাদের কবি হিসেবে মানা যায় না ।
যে কবিরা কবিতার মধ্যে প্রতিবাদের ভাষা খুঁজে পায়না
তাদেরকে ভালোবাসা যায়না।
যে মানুষরা দেশ কালের গন্ডি বিচার বিবেচনা করে শোকের মিছিলে হাঁটে
তাদের সাথে আমার আদিখ্যেতা নেই।
এই অকালে
যে বুদ্ধিজীবী, যে নাগরিক সমাজ
রক্তের রং চিনতে ভুল করে
তাদের সাথে আমার সম্পর্ক নেই।
হোক না ওরা কাঁটা তারের ওপারের , হোক না ওরা অন্য দেশ,অন্য জাতি, হোক না ওরা রোহিঙ্গা
তবু মানুষ তো ।
এই রুক্ষ সময়ে
আমার প্রিয় কবিরা
অবসর কাটিয়ে ওদেরকে ভালোবাসো, ওদের হয়ে আওয়াজ তোলো, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রতিবাদের কবিতা লেখো।
প্রকৃত কবির মতো কবি , প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ওঠো।।