আমি হেরেছি,
আমি পরাজিত হয়েছি।
এই বিশ্বাসভঙ্গের সমারোহে হেরে যাওয়ায় স্বাভাবিক।
আর দু-চার লাইন
তারপর হয়তো আমি থেমে যাব,
আমার বিশ্বাসরা হেরে যাবে ।
যেখানে সবকিছুর থেকে মিথ্যুকদের চলাচল অধিক
সেখানে হেরে যাওয়ায় স্বাভাবিক।
যেখানে প্রতিবাদীরা নিশ্চুপ,
যেখানে সব কিছুর থেকে মুখ্য
মেয়েটির সুন্দর রূপ ,
যেখানে অন্তর ক্লান্ত,
যেখানে সবকিছুই বাহ্যিক,
সেখানে হেরে যাওয়ায় স্বাভাবিক।


পরাজিত হওয়ার পর নিজেকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই,
কারণ, এই পৃথিবীতে জয়ী কেউ নেই।
কারণ ,এখানে হেরে যাওয়ায় স্বাভাবিক।।