বারবার হেরে যাই প্রভু ,
বারবার হেরে যাই।


বাইরে নিখাদ পরিপাটী, চৌকষ অভিনয় ,
তবু অসময়ে , বড় অসময়ে
সুর কেটে যায়।


এতো গোছগাছ , বাঁধানো ফ্রেম,
কি  নিদারুণ চেষ্টা দড়ির বাঁধনে
শক্ত করে  বেঁধে  রাখার ,
তবু হঠাৎ ঝড়ো হাওয়ায় মুহূর্তেই লন্ডভন্ড
সাজানো বসার ঘর।


ভেবেছিলাম চলতে , চলতে ,দেখতে , দেখতে
ক’বছরেই শিখে যাবো জীবনের নিয়ম যত আছে।
তাকিয়ে  দেখি,  এখনো নবীশের মতো
খেরোখাতায় আঁকিবুকি ,
দশক কতিপয় বিগত।


ক্লান্ত লাগে ,বড় ক্লান্ত লাগে,
পুনরাবৃত্তির পলি জমে কেবলই,
অপেক্ষার কাল  দীর্ঘতর হয়।
দেখেও না দেখার  ভান করি,
শুধু শ্লথ হয়  জীবনের গতি।


বারবার হেরে যাই প্রভু ,
বারবার হেরে যাই।