কোন দ্রাঘিমায় গেলে তোমায় পাব?
পৃথিবীর শেষ সীমা থেকে কত ক্রোশ দূরে তোমার অবস্থান?
বহুদিন হল তোমায় কোথাও দেখিনা
অথচ কত জন্ম ধরে
আমার সকাল, দুপুর, রাতগুলো
দখল করে আছ তুমি নিরঙ্কুশ…
জলের দেবী তুমি, আকাশেও তোমার মুখ…
আমি নিত্য স্থলচারী
তোমার খোঁজে কত পথ ঘুরে মরি…
তোমার কাছে যাবার পথ
বোধহয় এ জনমেও ফুরাবে না…
কত চৈত্র, শ্রাবণ, পৌষ জুড়ে
আমি কেবল তোমায় খুঁজে গেলাম…
তোমায় আমার খোঁজা নিরন্তর
বোধহয় এজনমেও ফুরাবে না