একজন  মানুষের ভেতরে  যতগুলো  মানুষ আছে
সবাইকে ঠেলে , উজিয়ে
ভেতরের প্রাণীটির সাথে কথা বলতে চাই সরাসরি।
শেষ অব্দি তুমি তো বেরোবেই,
কেন এ ভণিতামাখা অপেক্ষা ?
প্রাণীটির থাকতে নাইই পারে ভাষা ,
আছে তবু নখর , দন্ত , ডানা -
অন্তত সে প্রকাশ্য , অকৃত্রিম।


কাজ করতে , করতে
অব্যবহৃত হয়ে থাকতে থাকতে
এতো ক্লান্তি জমে গেছে যে
মানুষ ও তাদের দলবল বড়ো অপ্রয়োজনীয় মনে হয়।


আমি তো বরাবরই বলেছি
এসব কথোপকথনে কিছু হবে না ,
হয়নি কোন কালে ,
বরঞ্চ চলো তোমার বাড়ির ছাদের উপর বসে,
এই রাতের আকাশের নীচে,
তাকিয়ে থাকি পস্পরের ভেতরের প্রাণীটির দিকে।