দীর্ঘদিন হলো মৃত আমি।
সত্যিকারের মৃতদের মতো ঈর্ষণীয়রূপে মৃত নই,
বরঞ্চ সাম্প্রতিককালে যারা জীবিত
তাদের মতো মৃত।
এপিটাফ নেই সুদৃশ্য কোন,
গোরস্থানের কোমল কাদামাটিতে মিশে যাইনি এখনো অব্দি,
অথবা ছাইভস্ম হয়ে স্থান হয়নি
স্বর্ণালী কোন পাত্রে,
তবু যারা চিনতো আমায় একদা - বন্ধু , প্রেমিকা বা শত্রু ,
তাদের বিলম্ব হয়না আমার মৃতদেহটি শনাক্ত করতে।
এশহরের আর সবার মতোই রপ্ত করেছি যত নিয়ম কেতা ,
চৌকষ মূকাভিনেতার অধ্যাবসায়ে ,
কে এমন দুঃসময়ে নিজেকে  করবে বঞ্চিত
সুবিধাবাদের অপার মহিমা থেকে?
তবু`মাঝে মাঝে দেখা হয়ে যায় চলতি পথে যখন
বৃক্ষ ও পাখির সাথে,
   নদী ও মাঠের সাথে
      নারী ও গ্রামের সাথে
            পৃথিবীর উপর হেঁটে যাওয়া মানুষের সাথে
ফিসফিসিয়ে বলে যায় - বেঁচে ওঠো ফের।
এ তুমি বড্ড মুখস্থ মানুষ - আর সবার মতোই ,
যে তুমি একান্তই তুমি , সে তুমি হয়ে ফিরে এসো আরেকবারের জন্যে।