প্রৌঢ়ত্ব  মানে অপেক্ষা।


কর্মের অত্যাচার নেই,
ব্যস্ততা নেই বিপুল কোন আয়োজনের,
তার্কিক হৃদয়টা না হয় তোলা থাকুক আপাতত।
কোথাও খুব তাড়াতাড়ি পৌঁছুবার তাড়া নেই,
শুধু রয়েছে দিগন্তে মিলিয়ে যাওয়া
রেল লাইনের মতো অপেক্ষা।
বন্ধুদের জন্য অপেক্ষা
স্বজনদের জন্য অপেক্ষা
  সন্তানদের জন্য অপেক্ষা
   শিশুদের কলরোলের জন্য অপেক্ষা
    প্রকৃতির কাছে যাবার অপেক্ষা
           আরেকটি আড্ডার জন্য অপেক্ষা
        ঝাপসা চোখে আরেকটি সকাল দেখার অপেক্ষা
    আনাড়ির মতো জীবনকে আরেকবার নেড়েচেড়ে দেখার অপেক্ষা
আরেক কাপ চায়ের জন্য অপেক্ষা।


শুধু নেই অপেক্ষা স্টেশনে পৌঁছুবার,
তার চেয়ে বরং এই অমল ভোরের আলো
বা শেষ বিকেলের গল্পটা
যত্ন করে তুলে রাখা যাক এই বেলা।