শেষ  কবে  মেঘের দিকে  তাকিয়েছ ?


সাদা  মেঘের  ফুঁসে  ওঠা  সাগরের  ওপর
দিয়ে  বয়ে যাওয়া           ধোঁয়ার  মতোন  মেঘ।
অথবা  ওরা  আঁকা  আছে  যে  সুনীল  ক্যানভাসে
তার  অত্যন্ত  গভীরে        শেষ  কবে  তাকিয়েছ ?


শেষ  কবে  করোনি   কাজ,
জীবনের  দুর্গম  হিসেব  মেলাবার  চেষ্টা  করোনি।
শেষ  কবে  হাতের  মুঠোটা  করেছো  আলগা,
ছুঁয়েছ  সবুজ  প্রাচীর, জলের  সীমা।


অনুভব  করেছো  কি  কোনদিন
যতবেশী  নীরব  হয়ে  ওঠে  নিজের  ভেতরটা,
ততবেশী  শোনা  যায়  বিচিত্র  সব  শব্দ।


খোঁজা  বাদ  দিলে  
পথ  স্বয়ং  দেয়  সাক্ষাৎ,
প্রতীক্ষায়  ছিল  যে  পথ  তোমার  জন্য  সমগ্র  জীবন।