লোক ঠকানো ব্যবসা যাদের ভাবছে নিজে চালাক সে!
কথার মায়ায়, ছলা-কলায়, কীর্তি কর্মে অবাক যে!
কি প্রকৃতির কি বা গতির কেমন ধারা চরিত্রের,
ভাবছে সে তো বুঝবে না কেউ তারি কাজের রকমফের!


বাস্তবে তে সবাই বুঝে কম বা বেশি যেমন হোক,
সত্বর কি বা বিলম্বে সে পায় প্রতিফল খোদার হক।
যে তোমাকে ঠকায় তাকে পারো যদি মাফ করো,
এই দুনিয়ার ছোট্ট জীবন খানিক বাদেই জড় জড়ো।


বিচার দিনের মালিক সেথায় গুনবে জীবের সকল কাজ,
আজকে তবে জীবদ্দশায় শোধ-প্রতিশোধ ঊহ্য থাক!
`´`´`´`´``´`´
দশপংক্তি পদ্য