অ-কারণ ই কারণ যেথায়
কারণ ‌সেথায় মূল্যহীন,
ফাঁ‌কি যেথায় পল্ল‌বিত
কর্মঠ সেথা বর্ণহীন।


হীরক যেথায় কাঁ‌চের মত
কাঁ‌চের গর্ব দো‌ষের কি,
হীরক র‌হে অব‌হেলায়
ধূলায় ধূসর চিন‌বে কি?


মুক্তামালা, পু‌তিরমালা,
মূল্য যেথায় একই হে,
‌সিন্ধু সেঁ‌চে মুক্তা খুঁ‌জে
সম‌য়োপচয় কর‌বে কে।


মূর্খ যেথায় উচ্চাস‌নে
জ্ঞানীর ত‌বে মূল্য কি,
জ্ঞানী যখন পদত‌লে
‌সে ত‌বে আর জ্ঞানী কি?


‌চোর যেথায় সমাজপ‌তি,
গন্য-মান্য ব‌রেণ্য,
সাধু সেথায় দুষ্ট বড়
পাঠাও তা‌কে অরণ্য।


সমা‌জের এই বি‌চিত্র হাল,
‌দে‌খেও কিছু বল‌তে নেই,
চুপ‌টি ক‌রে থাকাই ভা‌লো,
ভা‌লোর নয়‌তো রক্ষা‌ নেই।


দে‌শেজু‌ড়ে চল‌ছে এখন
চো‌র-চোট্টার স্তু‌তি,
জোচ্চর‌দের অন্তরজু‌ড়ে
গোয়ার্তু‌মি, দূর্ম‌তি।
ধর্ম-কর্ম, ন্যায়-নী‌তি
দি‌য়ে সকল বিসর্জন,
‌লোভ-লালসার মো‌হে প‌ড়ে
ক্ষনজীব‌নে পাপ অর্জন।