গরু ডা‌কে হাম্বা হাম্বা, ছাগল ডা‌কে ব্যা,
কুককুরুক্কু মোরগ ডা‌কে সকাল বেলা‌তে।
কুকুর ডা‌কে ঘেউ ঘেউ, ‌বিড়াল ডাকে মিয়াও
‌হুক্কা হুয়া শিয়াল ডা‌কে ব‌নের মা‌ঝে তাও
বাঘ ডা‌কে, সিংহ ডা‌কে হালুম হালুম ক‌রে,
ভালুক ডা‌কে বিকট স্ব‌রে সবাই ভ‌য়ে ম‌রে,
‌চিতা ডা‌কে মৃদু স্ব‌রে গা‌ছের ডা‌লে ব‌সে,
নেক‌ড়ে ডা‌কে করুণ সু‌রে মা‌ঝে মা‌ঝে কে‌শে।
বানরগু‌লো হল্লা ক‌রে ধ‌রে গা‌ছের ডাল,
বাদরা‌মি‌তে অতিষ্টরা ‌ছে‌ড়ে দেয় হাল।


ব‌নের যত পা‌খি আছে ‌কি‌চির‌মি‌চির ডা‌কে,
বাকবাকুম, কুহু কুহু নানা রকম র‌বে।
পায়রা ডা‌কে, কো‌কিল ডা‌কে, ডা‌কে শ্যামা, টিয়া,
মাছরাঙ্গা আর শা‌লিক ডা‌কে পুকুর পা‌রে গিয়া।
পুকুরপা‌ড়ে আরও ডা‌কে হার‌গিলা, বক, সারস,
ময়ূর ডা‌কে বিরস সু‌রে পুচ্ছ‌তে সে সরস।
কা কা ক‌রে কাক ডা‌কে কর্কশ এক স্ব‌রে
‌চিল ডা‌কে, ঈগল ডা‌কে আকা‌শেতে উড়ে।


ব্যাঙ ডা‌কে ক্রাক ক্রাক, স‌র্পের হিস হিস,
এ‌কে ধ‌রে, তাকে ধরে, নাই কারও মিল‌মিশ।
‌ঝিঁঝি পোকা ঝিঝি‌ ডা‌কে, ‌জোনা‌কির লন্ঠন,
ভনভ‌নে মশা, মা‌ছি, ‌বোলতার গুঞ্জন।
‌তেলা‌পোকা, ছাড়পোকা ক‌রে শুধু ফরফর,
তাই দে‌খে আর স‌বে ডে‌কে উঠে ঘরঘর।


এ‌কেক প্রানীর একেক ডাক সবারই অমিল,
মনের ভা‌বে ফারাক নাই আদ্যপান্ত মিল।
পশু-পা‌খি, পোকা-মাকড় ডাকের অন্ত নাই,
ডাকাডা‌কির এই য‌জ্ঞে মুখর দু‌নিয়াটাই।
•••