পৃ‌থিবী, মানু‌ষের জন্য এক পরীক্ষা‌ ক্ষেত্র,
‌হেলা‌ফেলার জীবন নয়, নয় যত্রতত্র।
গুরুত্বহীন নয় মানুষ, নয় মানু‌ষের ধর্ম,
স‌ঠিক ধর্ম, স‌ঠিক পথ, স‌ঠিক তার কর্ম।
ভুল ধ‌র্মের ভুল প‌থে জীবন গলদ ঘর্ম,
সম‌য়ের প্রস্থা‌নে ফু‌টে ধ‌র্মের মর্ম।


সম‌য়ের অসম‌য়ে ক্রন্দ‌নে কি বা লাভ,
‌শেষকা‌লে ক্র‌ন্দি‌লে কি আর হ‌বে আজ?
ধর্ম নি‌য়ে বাড়াবা‌ড়ি বিপদজনক অতি,
‌দোষ ধর‌বে, গুণ ঝর‌বে, আসল কা‌জের ক্ষ‌তি।


পৃ‌থিবীর সকল মানুষ এক আল্লাহর সৃ‌ষ্টি,
একই ধর্ম সক‌লের, তাও আল্লাহর কৃ‌ষ্টি।
এ‌কের অধিক ধর্ম নাই আল্লাহ প্রদত্ত,
একই ধর্মের ভিন্ন রূ‌পে মানুষ উন্মত্ত।
খুঁজ‌তে হ‌বে, বুঝ‌তে হ‌বে ধর্ম স‌ঠিক কোনটা,
উন্মত্ত মন থে‌কে শান্ত হ‌বে মনটা।


ধর্ম গ্র‌ন্থে নাই যে কথা যা তোমা‌দের বানা‌নো,
ধর্ম নয় তা অধর্মই এই কথাটা জে‌নো।
অধর্ম‌তে ধর্ম খুঁ‌জে শা‌ন্তি পাওয়ার কামনা,
বাতুলতা বৈ ত নয়, শুধুই তা যাতনা।
ধর্ম নি‌য়ে বাড়াবা‌ড়ি ধর্মেরই সৎকার,
সহনসীমা চূর্ণ হয়, বা‌ড়ে অহংকার।


ম‌নে রা‌খি এক‌টি কথা মানুষ মরনশীল,
মৃত্যু‌ চিন্তা থাক‌লে ম‌নে হব সহনশীল।
‌হিন্দু, মুস‌লিম, বৌদ্ধ, খ্রীষ্টান ক্ষ‌তি কি আর তা‌তে,
চুল‌চেরা ওই বিচার হ‌বে কাল‌কে আখিরা‌তে।