একদা এক বনে,
দুই টি চড়ুই বেঁধেছিল নীড়
তাদের আপন মনে।


ভোরের সূর্য দিচ্ছে উঁকি
নীড় ছেড়ে ঐ চড়ুই দু'টি
মনের সুখে উড়ছে ক্ষণে ক্ষণে।


কিচিরমিচির ডাকা ডাকি,
চড়ুই দু'টির ঠুকাঠুকি,
খুনসুটি আর ঝগড়া মধুর জুটি!


মেলছে ডানা দুলকি চালে,
এদিক সেদিক হাওয়ায় দুলে,
চড়ুই দু'টির সে কি মনের খুশি!


বনের কোনে কাকের বাসা,
ধূর্ত কাকের মনের আশা,
কাকের নজর চড়ুই দু'টির পরে।


চড়ুই পাখির সুখের নীড়ে,
ধূর্ত কাকের নজর জুড়ে,
হামলে পড়ার সুপ্ত অভিলাষা!


ধূর্ত যে কাক ছদ্মবেশী,
ছলে বলে কৌশলে কি
চড়ুই দু'টির করবে সর্বনাশ?


চড়ুই দু'টির অগোচরে,
কেউ কি আছে রুখবে তারে?
ধূর্ত কাকের মন্দ অভিলাষ!
•••