সত্য বলা গর্হিত কাজ
সত্য বলা মানা,
সত্য যদি বল তুমি
বিপদ দিবে হানা।


ভালো কাজ অর্থহীন
দূর্দশায় কাটবে দিন,
ভালো কাজে জীবন ক্ষয়
জীবনের ই অপচয়।


সদোপদেশ মন্দ বড়
বড়ই ক্ষতিকর,
সদোপদেশ দিলেই পরে
আপন হবে পর।


সদাচারী বাড়াবাড়ি
কেউ শুনে না কথা,
কখনো সখনো বলবে বেকুব
লাগবে বুকে ব্যথা।


হিংসা-লোভ করতে হবে,
সব কিছুকে দলতে হবে,
এমনতরো না যদি হয়
মান সম্মান কোথায় রবে?


সকল ভালো মন্দ হলো,
মন্দ হলো ভালো।
ভালোর জন্য দিন টি কালো,
কালোর জন্য আলো।


সত্য সঠিক পথে চলা
বোকাদেরই কাজ,
সেই পথেতে চলতে গেলে
জীবন বরবাদ।