অ-ধার্মিকের নিকট,
তুমি যদি আশা কর নীতি-নৈতিকতা,
তাহলে তুমি বোকা!


ঠকবাজের নিকট,
তুমি যদি আশা কর সাধুতা,
তাহলে তুমি বোকা!


একচোখার নিকট,
তুমি যদি আশা কর সমতা,
তাহলে তুমি বোকা!


কান  পাতলার নিকট,
তুমি যদি আশা কর বিশ্বস্ততা,
তাহলে তুমি বোকা!


ঠোঁট পাতলার নিকট,
তুমি যদি আশা কর লজ্জাশীলতা,
তাহলে তুমি বোকা!


অযোগ্যের নিকট,
তুমি যদি আশা কর যথার্থতা,
তাহলে তুমি বোকা!


অকালপক্বের নিকট,
তুমি যদি আশা কর পূর্ণতা,
তাহলে তুমি বোকা!


তাবেদারের নিকট,
তুমি যদি আশা কর বাস্তবিকতা,
তাহলে তুমি বোকা!


মূর্খের নিকট,
তুমি যদি আশা কর পাণ্ডিত্য,
তাহলে তুমি বোকা!


দাম্ভিকের নিকট,
তুমি যদি আশা কর বন্ধুত্ব,
তাহলে তুমি বোকা!


দূর্জনের নিকট,
তুমি যদি আশা কর হিত,
তাহলে তুমি বোকা!


ছলের নিকট,
তুমি যদি আশা কর প্রীত,
তাহলে তুমি বোকা!


বেয়াদবের নিকট,
তুমি যদি আশা কর শ্রদ্ধা,
তাহলে তুমি বোকা!


নির্বোধের নিকট,
তুমি যদি আশা কর বোদ্ধা,
তাহলে তুমি বোকা!


পক্ষপাত দুষ্টের নিকট,
তুমি যদি আশা কর ন্যায়,
তাহলে তুমি বোকা!


অকর্মণ্যের নিকট,
তুমি যদি আশা কর জয়,
তাহলে তুমি বোকা!


হিংসুটের নিকট,
তুমি যদি আশা কর গুণগান
তাহলে তুমি বোকা!


কুচক্রির নিকট,
তুমি যদি আশা কর কল্যাণ,
তাহলে তুমি বোকা!


লোভীর নিকট,
তুমি যদি আশা কর সততা,
তাহলে তুমি বোকা!


চোগলখোরের নিকট
তুমি যদি আশা কর গোপনীয়তা,
তাহলে তুমি বোকা!


ভাঙ্গারির নিকট
তুমি যদি আশা কর প্রকৃত মূল্যতা,
তাহলে তুমি বোকা!



তুমি,
অপাত্র মূর্খ জনে যতই করো তোয়াজ,
আর তাকে যতই ভাবো খাসা,
যতই ভাবো মূল'বে তোমার কাজ,
বোকা'ই তুমি, মিথ্যা তোমার আশা!


গুণীর মর্ম গুণী ই বুঝে, কদর সেথায় তাই,
অপাত্র মূর্খ জনে আশা'ও করতে নাই!