খুঁজছি আমি এখনো তাকে,
পাচ্ছি কোথায় আর?
সংসারে তে কতই আছে,
তবু মন মিলানো ভার!


জীবন পথে একলা চলা
একলা র সংসার।
আবেগ সকল ছোট্ট বীবর,
বিযুক্তি আপনার।


ছোট্ট কুঁড়ে আপন নীড়ে
শান্তির সু বাতাস,
হর্ষ, সুখ, কলকলানি,
আনন্দ, উল্লাস।


জীবনের পথে ভুল কেহ এসে,
মনীষা র সম কাঁধে চেপে বসে।
ক্ষণিকের সুখে নর্ম আবেশে,
নাকাল, বেহাল আবেগের বশে।


ইহা ই ভবের এমন এক কল,
ইচ্ছা সকল, মাতাল পাগল,
পূরণের অভিপ্রায়।


বিগলিত মন তুষ্ট যখন,
কি এসে যায় দোষের কথন,
পাওয়া আর না পাওয়ায়।


আলাদা সত্তা, আলাদা মন,
প্রভেদ, তফাৎ সারাটি ক্ষন।
মিলিত মনের আপনজন,
সুখের কপালী তৃপ্ত মন।


নগণ্য সেই বুরূল তার,
অপরাপরের মুখটি ভার,
আড় নয়নের দৃষ্টিতে হায়
বিম্ব ফুটে শূন্যতার।


বিষাদ, ব্যাসন, খেদ, নির্বেদ
সকল কিছুই তুচ্ছ হয়,
মনের মিলের আরেক সত্তা
যখন স্বীয় নিজের হয়।
কমনীয়তার রূপ নিহারা,
নর্ম, রমন পূর্ণতার,
এই বাসনা, এই কামনা,
জগৎ মাঝে দুর্নিবার।


খুঁজছি আমি এখনো তাকে,
পাচ্ছি তাকে কোথায় আর?
সংসারে তে কতই আছে,
মন মিলানো ই ভার!