ওহে চুলবুল,
        করিলে ভুল,
ফুটিবে হূল
         না পাবে কূল।


বোধন হরিবে,
         রোদন করিবে,
আঁকড়ে ধরিবে,
         অকালে মরিবে।


ধোঁয়া-ধোঁয়াশা,
         আশা-নিরাশা,
ঘোর অমানিশা,
         দিশা-বিদিশা।


আঁধার পথ,
         শূন্য তট,
মায়াবিনী জট,
         রহে ছটফট।


তা ধিন তা ধিন
         বুক চিন চিন,
জাদুময় বিন
         জটিল কঠিন।


বধির কর্ণ,
         না জাতি বর্ণ,
সকল ই জীর্ণ,
         অতি বিবর্ণ।


জীবন-মরন
         কেমন ধরন,
ক্ষত পূরণ,
         বশী করণ।


স্তব্ধ বেলা
         যায় না চলা,
ভবের মেলা
         শকুন গুলা।


চাঁছা ছোলা
        কালা-ধলা,
গিলছে মলা
        পচা গলা।


খামচে চীঢ়ে,
        খাচ্ছে ছিঁড়ে,
হড়বড়িয়ে,
         গপগপিয়ে!


মন্দ-ভালো
        চিন্তা কি লো,
উদরে গেলো
        সাবাড় হলো।


ওহে চুলবুল,
        করিয়ো না ভুল,
ধড়িবাজ ঝুল
        নরভূক কূল!


পিশাচ-পিশাচী
         ছদ্মবেশী,
ওঁৎ ভুজঙ্গী
         সর্বনাশী!


দংশিবে যবে
         জহর উগরিবে,
রবে না কি ভবে
         কে কাকে কবে?


বেদনার বিষে
         নীলাদ্র শীষে,
চির ঘুম এসে
         শেষ পরিশেষে।


একেলা অন্ধকার,
        নাই কিছু আর,
এই দুনিয়ার,
        নিজ আপনার।