জনাব রাগ আর জনাবা অভিমান,
‌মি‌লে‌ছে একসা‌থে,
তা‌দের ‌কি বা সুর, কি ই বা তান।
মান আর অভিমান দুই বোন তারা,
রাগ বড় পে‌রেশান
খুঁ‌জে পে‌তে, কে মান, কে ই বা অভিমান।
রা‌গের প্র‌তিদ‌ন্দ্বি নেই একমাত্র সে ই,
তার সহচর, দক্ষ ও যজ্ঞ দুই স‌হোদর
রা‌গের কা‌ছে কার আদর, কার ই বা সমাদর।


দক্ষ ও য‌জ্ঞের দ‌ক্ষে-য‌জ্ঞে, মান ও অভিমান থা‌কে
চুপ
রা‌গের আদেশ, কিন্তু মান-অ‌ভিমান বা‌ড়ে,
দক্ষ ও যজ্ঞ, কে থা‌কে সীমায়, কে ই বা সীমা ছা‌ড়ে।
বুঝা দায়, কখন কা‌কে দরকার,
রাগের, রা‌গের জের,
দক্ষ বা যজ্ঞ, কে কা‌জের, কে ই বা অকা‌জের?


বুঝা ভার, বারবার, বোঝা ভার কার কার,
রাগ, অভিমান, দক্ষ, যজ্ঞ,
একই সু‌তোয় গাঁথা, কত অজ্ঞ, কত বিজ্ঞ, আর কতই বা অভিজ্ঞ?
রা‌গের রাগ বা‌ড়ে, অভিমান অভিমান ক‌রে,
মান ছা‌ড়ে ঘর,
রাগ আর অভিমান, কে আপন, কে ই বা পর।


জনাব রাগ আর জনাবা অভিমান,
‌র‌য়ে‌ছে একসা‌থে,
একে অপ‌রের প্র‌তি, কত টান, কত পিছুটান।
সু‌খের ঘরকান্না রাগ ও অভিমা‌নের,
একে অপ‌রের প্র‌তি কত মায়া,
রাগ ও অভিমান, কে কায়া, কে ই বা তার ছায়া?


সু‌খের প‌ত্নি আনন্দ আর সন্তান হা‌সি, খু‌শি,
সবাই তা‌দের ভা‌লোবা‌সে, পে‌তে চায় কা‌ছে,
কেউ পায়, কেউ পায় না, কেউ বা পে‌য়েও হারায়।
হা‌সি আর খু‌শি রয় আন‌ন্দের কো‌লে,
সুখ রা‌খে কড়া নজর,
হা‌সি, খু‌শি ছা‌ড়ে কোল না‌ কি ডো‌রে ঘর।
সু‌খের নাক উচু অতি, আনন্দ‌তো তারই সা‌থী,
বাছ বিচার তাদের আতিপা‌তি,
সুখ ও আনন্দের এ কি সুম‌তি না কি দুর্ম‌তি।


‌দোর খোলা সু‌খের ত‌রে, বেদনাও আসে দো‌রে,
দুঃ‌খের সা‌থে বেদনা, একা থাকা সে কি যাতনা,
দুঃখ ও বেদনা বা‌ধে ঘর, কষ্ট, ক্লেশ আসে তারপর,
দুঃখ, বেদনা, কষ্ট, ক্লেশ, দুঃ‌খে বেশ, সু‌খে শেষ,
দুঃখ-‌বেদনায় ক‌মে প্রী‌তি কি বা বা‌ড়ে দ্বেষ।
দুঃ‌খের অনন্দ হয়, দুঃ‌খের একি জয় না‌ কি পরাজয়?


সুখ, দুঃখ, হা‌সি, খু‌শি, আনন্দ, বেদনা, কষ্ট, ক্লেশ,
দক্ষ, য‌জ্ঞের হিংসা-‌‌দ্বেষ,
মান অভিমান, সবাই এরা কে রয়, কে ই বা হয় শেষ।


জীবন, বে‌ধে‌ছে গান, দি‌য়েছে সুর,
গাই‌ছে জীব‌নেরই গান, করুন কিংবা সুমধুর,
সুখ, দুঃ‌খের এই পরিবার, কান্না হা‌সির এক আঁধার।
এই‌তো জীবন, এ জীবনই ঘু‌রে‌ফি‌রে বারবার,
রয় কি বা না‌হি রয়, জীব‌নের শেষ, সে‌ কি
আন‌ন্দের না কি বেদনার?