ঘনায়মান মেঘলা আকাশ,
যেন আসছে এক তুফান।
চারিদিকে বায়ু শনশন,
এ যেন মুক্তির সোপান।


চারিদিকে জমে জঞ্জাল,
সবুজ পাতায় ধুলোর আস্তরণ।
তুফান
সবকিছু করে ধুয়ে মুছে সাফ।


নিচয় ক্ষয় ক্ষতি হয়,
সু-কু সকলেই পায় ভয়,
সকলেই করে প্রার্থনা, যেন
আপন রক্ষা হয়।


তবু যখন আসে তুফান
মানে না কোনো বারণ,
কোনো কথায় দেয় না কান,
সকল কিছু ধ্বংস করাই
যেন তুফানের পণ।


তুফান ক্রুদ্ধ "কু" এর প্রতি
কারণ তারা অ-সদ,
তুফান ক্রুদ্ধ "সু" এর প্রতি
কারণ তারা "কু" এর পালক
বদখত মহা বদ।


তুফান কুখ্যাত, তুফান সন্ত্রাসী,
তুফান লুটে নেয় সব সম্পদ,
তুফান প্রকাশ্য দিবাচর সন্ত্রাস
লুটে সকল শোষকের ও সম্পদ,
তুফান নয় উদাস।


তুফান ধ্বংস করে,
আর্ত রা করে অভিসম্পাত,
কিন্তু তুফান দূর করে
জীর্ণ, জরা, আবর্জনা,
আনে দ্যুতিময় নতুন প্রভাত।


**কবিতাটির রচনাকাল
(১১ই সেপ্টেম্বর ২০০৪ ইং, শনিবার)