নিতাই পালের নাম শুনেছ?
সে তো থাকে হাতির পুল,
বোঁচা নাক, লম্বা ঘার
আর আছে চুলের ঝুল।


তার এলাকায় সে ই রাজা
কাজ-কাম তার মেলা,
রাম, সাম, যদু, মধু
সবাই তার চ্যালা।


চ্যালা-চামুণ্ডাদের নিয়ে
সারাদিন সে ব্যস্ত,
একে ক কাজের একে ক ভার
একে ক জনের উপর ন্যস্ত।


এলাকায় কেউ ঢুকবে না
তার হুকুম ছাড়া,
গণেশ, গোপাল যে ই ঢুকুক
বুঝবে তবে ঠেলা,
রাম, সাম কে লেলিয়ে দিলে
বাধবে তাদের টাইট করে,
যদু, মধু হারিয়ে দিবে
আচ্ছা রকম ফাইট করে।


এলাকা কে হাতে রাখার
দুরন্ত এই পলিটিক্স,
প্রশাসন কে বশে রাখার
জন্য আছে নানা ট্রিক্স।
নিতাই আবার এই সবে তে
উঁচু মানের লোক,
সবাই তাকে মান্যি করে
লোক যেমনই হোক।
কেউ থাকে তার বুক পকেটে
কেউ বা আবার জেবে,
পুলিশ গুলো মালিশ করে
উপরি পাওয়ার লোভে।


বুক ফুলিয়ে চলে নিতাই
কেউ বলে না কিছু
আচ্ছা মত ধোলাই হবে
কেউ যদি নেয় পিছু।


ভিক্ষা করা নয় সোজা কাজ
ডেকে মামা কিংবা তালই,
দলে বলে সারা দিনে
আয় ইনকাম ভালই।
অবশ্য তার আট আনাই
যায় চলে যায় ভোগে,
বাদবাকি আর আট আনা
সবার ভাগে জোটে।


যদিও সে ভিক্ষা করে
তবুও সে রাজা,
রাম, সাম, যদু, মধু
তার বিশ্বস্ত প্রজা।
ভিক্ষা করেও রাজা হওয়া
নয়তো বড় সোজা,
কেউ যদি না রাজা মানে
তবেই হবে সাজা।


ভিক্ষা যখন বৃত্তি তখন
এমনটা তো হবেই,
প্রতিযোগিতা র এই বাজারে
রেষারেষি তো রবে ই।